বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part22)

সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান বাংলাদেশ,বিজ্ঞানের সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২২,সাধারণ বিজ্ঞান mcq,100 সাধারণ বিজ্ঞান,সাম্প্রতিক সাধারণ

৬৭৩) প্রাণীর প্রজনন কাজে প্রয়ােজন কোন ভিটামিন ?- ভিটামিন-ই


৬৭৪), সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে ?-উ: ভিটামিন সি


৬৭৫) স্ট্রোক হওয়ার কারণ কী ?-উ:মস্তিস্কে রক্ত ক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা


৬৭৬) গলগন্ড রােগ হয় কিসের অভাবে ?-উ: আয়ােডিনের অভাবে


৬৭৭)নিউমােনিয়া রােগ হয় কোথায় ?-উ: ফুসফুসে


৬৭৮) ভিটামিন সি সমৃদ্ধ ফল কি কি ? উ: আমলকী,আমড়া,লেবু,পেয়ারা ও কমলা



৬৭৯) কচু শাকে কি বেশি থাকে ?- লৌহ


৬৮০) উচ্চ শ্রেনীর প্রােটিন সমৃদ্ধ খাবার কোনটি ?-মাংশ।


৬৮১) নিম্ন শ্রেনীর প্রােটিন সমৃদ্ধ খাবার কোনটি ?- ডাল


৬৮২) কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?- ব্রোমিন


৬৮৩) কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?-পারদ


৬৮৪)পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ?- প্রােটন ও নিউট্রন


৬৮৫) ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে?-কঠিন কার্বন-ডাই-অক্সাইডকে


৬৮৬) নিউট্রন আবিস্কার করেন কে?-স্যাডইউক


৬৮৭)খাবার লবনের রাসায়নিক নাম কী ?- সােডিয়াম ক্লোরাইড


৬৮৮) কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কী?-বালি


৬৮৯) প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী?-মিথেন।


৬৯০) টুথপেস্টের প্রধান উপাদান কী?-সাবান ও পাউডার



৬৯১) আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?-সিলভারের


৬৯২) রসায়নের রুকসল্ট কী?- সােডিয়াম অক্সাইড


৬৯৩) সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি ?-হাইড্রজেন


৬৯৪) সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি ?-লরেনসিয়াম


৬৯৫). সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি ?- লিথিয়াম



৬৯৬) সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি ?-রেডন


৬৯৭) পরমানুর সর্বাপেক্ষা হালকা কনা কোনটি ?-ইলেকট্রন


৬৯৮) সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ?- প্ল্যাটিনাম


৬৯৯) তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উৎপন্ন হয় ?-পিতল


৭০০) তামার সাথে টিন মিশালে কী উৎপন্ন হয় ?-ব্রোঞ্জ


৭০১) ইস্পাত তৈরিতে লােহার সাথে কী মিশাতে হয় ?-কার্বন।


৭০২) ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?-০.১৫-১.৫%


৭০৩) রাজ অম্ল কী কাজে বেবহৃত হয় ?- সােনা গলাতে


৭০৪) ভিনেগার কাকে বলে?-৪% -১০% এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবনকে


৭০৫) রেকটিফাইড স্পিরিট কী?-৯৫% ইথাইল আলকোহল + ৫% জল


৭০৬) বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত ?-৭৮.০২%


৭০৭) বাতাসে অক্সিজেন এর পরিমাণ কত?- ২০.৭১%



৭০৮) হাইড্রজেন মৌলের অনুতে পরমানুর সংখ্যা কত ?-২ টি



০৯) কোনাে পদার্থের পারমানবিক সংখ্যা হলাে ?-পরমানুর প্রােটন সংখ্যা


৭১০) উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?- গ্রাফাইট


৭১১) লেখার চক কী দিয়ে তৈরী ?-ক্যালসিয়াম কার্বনেট


৭১২) কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?-তামা


৭১৩)অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে?- লাল করে


৭১৪) কোন অধাতু বিদুত অপরিবাহী ?-গ্রাফাইট



৭১৫).পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?-নিউট্রন


৭১৬) পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?-প্রােটন


৭১৭) পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?-ইলেকট্রন


৭১৮) জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয় ?- ফরমালিন


৭১৯) কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?-ক্লোরােপিক্রিন


৭২০) পৃথিবীতে মােট মৌলিক পদার্থের সংখ্যা কত ?- ১০৯ টি


৭২১) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি?-৯২ টি



৭২২) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ?-৭০ টি


৭২৩) মাধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায় ? ভূপৃষ্ঠে


৭২৪)নবায়নযােগ্য শক্তির উতস কোথায় ?- ফুয়েল সেল



৭২৫) আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?-মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে।


৭২৫)পাহাড়ে ওঠা কষ্টকর কেন ?-অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url