বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part14)
৪১১। রেকটিফাইড স্পিরিট কি ? 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে।
৪১২। ডিডিটির পূর্ণরূপ কি?-ডাই-ক্লোরাে-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরাে-ইথেন।
৪১৩। টিএনটির পূর্ণরুপ কি?-ট্রাই নাইট্রো টলুইন।
৪১৪। সাবানের রাসায়নিক নাম কি ?- সােডিয়াম স্টিয়ারেট |
৪১৫। টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?-সােডিয়াম মনােগ্লুটামেট।
৪১৬। পেট্রোলের অপর নাম কি ?-গ্যাসােলিন।
৪১৭| মানবদেহে জিনের সংখ্যা কত ?-৪০০০০।
৪১৮T RNA তে কি থাকে না ? থায়ামিন থাকে না।
৪১৯। RNA এর প্রধান কাজ কি ?- প্রােটিন তৈরী।
৪২০া লাফিং গ্যাস কি?-নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।
৪২১। দার্শনিকের উল কি ?-জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত |
৪২২। সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ?- জিংক ।
৪২৩। কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ?-এন্টিমনি।
৪২৪। বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? কার্বন ।
৪২৫। নির্বোধের সােনা কি ? আয়রণ ডি সালফাইড।
৪২৬। সবচেয়ে হালকা মৌল কোনটি?-হাইড্রোজেন
৪২৬। সবচেয়ে ভারী মৌল-ইউরেনিয়াম
৪২৮] বায়ু একটি মিশ্র পদার্থ
৪২৯। যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?-হিমাঙ্ক
৪৩০। সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ?- আনান সেপটিয়াম
৪৩১। যৌগিক পদার্থ নয় কোনটি?-বায়ু
৪৩২। নিক্রিয় মৌল কোনটি ?-জেনন
৪৩৩ কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?-জিপসাম ।
৪৩৪। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয়?-শূন্য ডিগ্রী
৪৩৫া জল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে?- ১০০ ডিগ্রী
৪৩৬। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না ?-অনু
৪৩৭ পরমানুর নিউক্লিয়াসে থাকে না কোনটি?- ইলেকট্রন
৪৩৮| পরমানুতে কি সমান থাকে ?- ইলেকট্রন প্রােটনের সংখ্যা
৪৩৯। নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরমানু থাকে?-১
৪৪০। প্রতিটি কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা-2n+2
৪৪১। পরমানুর প্রােটনের সংখ্যাকে কি বলে?-পারমানবিক সংখ্যা
৪৪২। সংকর ধাতু পিতলের উপাদান- তামা ও দস্তা
৪৪৩। কোনটি নবায়নযােগ্য শক্তির উৎস?- সূর্যরশ্মি
৪৪৪। প্রথম পারমানবিক ভরের ধারনা দেন ?- জন ডাল্টন