বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part14)

সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,ভূগোল সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান ভূগোল,সাধারণ বিজ্ঞান বিসিএস,বিসিএস সাধারণ বিজ্ঞান,সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান,সকল সাধারণ জ্ঞান প্রশ্ন,bangla সাধারণ জ্ঞান প্রশ্ন,চাকরির প্রস্তুতি সাধারণ বিজ্ঞান,বিসিএস সাধারণ বিজ্ঞান প্রস্তুতি,বাংলাদেশের পরিচিতি সাধারণ জ্ঞান,সাধারন বিজ্ঞান বিসিএস প্রশ্ন সমাধান,সাধারণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর,সাধারণ বিজ্ঞান ও কম্পিউটারের গুরুত্বপূর্ণ সকল mcq প্রশ্ন,বিজ্ঞান
৪১১। রেকটিফাইড স্পিরিট কি ? 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে।


৪১২। ডিডিটির পূর্ণরূপ কি?-ডাই-ক্লোরাে-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরাে-ইথেন।


৪১৩। টিএনটির পূর্ণরুপ কি?-ট্রাই নাইট্রো টলুইন।


৪১৪। সাবানের রাসায়নিক নাম কি ?- সােডিয়াম স্টিয়ারেট |



৪১৫। টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?-সােডিয়াম মনােগ্লুটামেট।


৪১৬। পেট্রোলের অপর নাম কি ?-গ্যাসােলিন।


৪১৭| মানবদেহে জিনের সংখ্যা কত ?-৪০০০০।



৪১৮T RNA তে কি থাকে না ? থায়ামিন থাকে না।



৪১৯। RNA এর প্রধান কাজ কি ?- প্রােটিন তৈরী।


৪২০া লাফিং গ্যাস কি?-নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।



৪২১। দার্শনিকের উল কি ?-জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত |


৪২২। সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ?- জিংক ।


৪২৩। কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ?-এন্টিমনি।



৪২৪। বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? কার্বন ।



৪২৫। নির্বোধের সােনা কি ? আয়রণ ডি সালফাইড।



৪২৬। সবচেয়ে হালকা মৌল কোনটি?-হাইড্রোজেন


৪২৬। সবচেয়ে ভারী মৌল-ইউরেনিয়াম



৪২৮] বায়ু একটি মিশ্র পদার্থ


৪২৯। যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?-হিমাঙ্ক



৪৩০। সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ?- আনান সেপটিয়াম


৪৩১। যৌগিক পদার্থ নয় কোনটি?-বায়ু


৪৩২। নিক্রিয় মৌল কোনটি ?-জেনন


৪৩৩ কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?-জিপসাম ।


৪৩৪। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ জল হয়?-শূন্য ডিগ্রী


৪৩৫া জল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে?- ১০০ ডিগ্রী



৪৩৬। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না ?-অনু


৪৩৭ পরমানুর নিউক্লিয়াসে থাকে না কোনটি?- ইলেকট্রন


৪৩৮| পরমানুতে কি সমান থাকে ?- ইলেকট্রন প্রােটনের সংখ্যা


৪৩৯। নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরমানু থাকে?-১



৪৪০। প্রতিটি কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা-2n+2


৪৪১। পরমানুর প্রােটনের সংখ্যাকে কি বলে?-পারমানবিক সংখ্যা



৪৪২। সংকর ধাতু পিতলের উপাদান- তামা ও দস্তা


৪৪৩। কোনটি নবায়নযােগ্য শক্তির উৎস?- সূর্যরশ্মি


৪৪৪। প্রথম পারমানবিক ভরের ধারনা দেন ?- জন ডাল্টন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url