computer ki?best ans about question/( part 04)

        কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর

computer ki?best ans about question/( part 03)
( part 04)


৮২। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? -ন্যানাে সেকেন্ড

 

৮৩। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? -সফ্টওয়্যার 


৮৪। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়? -তথ্য বা ডাটা 


৮৫। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে? -নির্দেশ অনুযায়ী 


৮৬। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বােঝে? -নিজস্ব ভাষা 


৮৭। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি? -স্ক্যানার 


৮৮। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলাে--সুপার কম্পিউটার 


৮৯। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে? -মানুষের 


 কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর


৯০। শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানাে হত? - গণনা


৯১। সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? - ভারত 


৯২। ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে? -নেটিজেন 


৯৩। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে। - যুক্তরাষ্ট্রে 


৯৪। বর্তমান যােগাযােগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি?

ইন্টারনেট 


৯৫। Ok এবং Cancel অথবা Close বােতাম কোথায় থাকে? -ডায়ালগ বক্সে। 


৯৬। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?- File 


৯৭। File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলাে কোথায় লেখা থাকে? - মেনু বারে। 


৯৮। ফাইল সেফ করার জন্য কোন মুেনর প্রয়োজন? -ফাইল মেনুর 


৯৯। ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন

-Caps Lock 


 কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর


১০০। F1 থেকে F12 পর্যমত্ম কী-গুলােকে এক সাথে বলা হয় -ফাংশন কী?


১০১। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না? -দশমিক 


১০২। চন্দ্রাবতী হলাে- -বাংলা ফন্টের নাম 


১০৩। কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রােগ্রাম?-এক্সেল 


১০৪। ডাটাবেজ অর্থ হল—তথ্যবিন্যাস 


১০৫ বিজয় কী বাের্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়? -Ctrl+Alt+B

 

১০৬। কম্পিউটার মাউস কে তৈরী করেন? -উইলিয়াম ইংলিস 


১০৭। WWW এর জনক কে?- টিম বার্নস লি 


১০৮। কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়? -ডিজিটাল 


১০৯। কার্সর (Cursor) কি? -আলােক রেখা 


১১০। উইন্ডােজ আসলে কিসের মতাে?-খােলা জানালা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url