সাধারণ জ্ঞান থেকে ৬০ টি প্রশ্ন ও উত্তর পর্ব-২

সাধারণ জ্ঞান থেকে 60টি প্রশ্ন ও উত্তর পর্ব-২ প্রস্তুত করা হয়েছে।

61. “The Complete Man” – কোন কোম্পানির স্লোগান?

উত্তরঃ রেমন্ড

62. শাহজাহান শব্দের অর্থ কী?

উত্তরঃ পৃথিবীর রাজা

63. 15ই আগস্ট ভারত ছাড়া অন্য কোন দেশের স্বাধীনতা দিবস?

উত্তরঃ দক্ষিণ কোরিয়া

64. "ডেথ অফ এ সিটি" বইটি কে লিখেছেন?

উত্তরঃ অমৃতা প্রীতম

65. ভারতের যোগ শহর বলা হয় কাকে?

উত্তরঃ ঋষিকেশ

66. কোন দেশ বারুদ আবিষ্কার করে?

উত্তরঃ চীন

67. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ 1955 সালে

68. মালবিকাগ্নি মিত্রম গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ কালিদাস

69. আওরঙ্গজেব কাকে পাহাড়ের ইঁদুর বলেছেন?

উত্তরঃ শিবাজী

70. কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেন?

উত্তরঃ ধ্রুবক

71. বর্তমানে, যখন কেউ দিদি বলে, তখন যে রাজনীতিকের নাম মনে আসে তিনি হলেন মমতা ব্যানার্জি কিন্তু কোন গান্ধীবাদী নেতাকে আগে দিদি বলা হত যিনি বিনোদা ভাবের সাথে "ভুদান" আন্দোলনে যোগ দিয়েছিলেন?

উত্তরঃ নির্মলা দেশপান্ডে

72. “চোখের বদলে চোখ পৃথিবীকে অন্ধ করে দেবে” – কার বিখ্যাত উক্তি?

উত্তরঃ মহাত্মা গান্ধী

73. ভারতের কোন রাষ্ট্রপতি লোকসভার স্পিকার ছিলেন?

উত্তর: নীলম সঞ্জীব রেড্ডি

74. মানবদেহের সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটি?

উত্তরঃ এনামেল

75. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তরঃ আফ্রিকা

76. একটি দেশের রাজধানীর নামকরণ করা হয় তার প্রথম রাষ্ট্রপতির নামে

অনুসারে?

উত্তর: আমেরিকা (রাজধানীর নাম জর্জ ওয়াশিংটন, ওয়াশিংটন, ডি.সি.)

77. দলীপ সিং রানা কি নামে বেশি পরিচিত?

উত্তর: গ্রেট খালি

78. চীনারা কাকে "ঝু জেন ড্যান" বলে ডাকতো?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

79. 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল তার নাম কি?

উত্তরঃ ছোট ছেলে

80. মেসোপটেমিয়ার বর্তমান নাম কি?

উত্তরঃ ইরাক

81. তেঁতুলে কোন অ্যাসিড থাকে?

উত্তরঃ টারটারিক এসিড

82. ব্রেইল অক্ষর লিখতে সর্বাধিক কত সংখ্যক ডট ব্যবহার করা হয়?

উত্তর: 6টি

83. ভারতের কত টাকার নোটে মঙ্গল গ্রহের ছবি আছে?

উত্তরঃ 2000 টাকা

84. ভারতের রকেট ম্যান কাকে বলা হয়?

উত্তরঃ কে সিভান

85. তালাছবির শহরকে ভারতের কোন শহর বলা হয়?

উত্তরঃ আলীগড়

86. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে?

উত্তরঃ ফাতেমা বিবি

87. নিমাই পণ্ডিত কার কাছ থেকে দীক্ষা নেন?

উত্তরঃ ঈশ্বরপুরী

88. কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়?

উত্তরঃ মাদুরাই

89. মহীশূর রাজ্যের নাম পরিবর্তন করে কর্ণাটক হয় কোন সালে?

উত্তর: 1973

90. কে "বাংলার বিশ্বকর্মা" নামে পরিচিত?

উত্তরঃ রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়

91. ভারতের কোন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি থাকাকালীন মারা যান?

উত্তরঃ কৃষাণ কান্ত

92. ব্রহ্মদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয় কোন সালে?

উত্তর: 1937

93. নরেন্দ্রনাথ দত্তকে কে স্বামী বিবেকানন্দ বলে সম্বোধন করেছিলেন?

উত্তরঃ ক্ষেত্রীর মহারাজ অজিত সিং

94. রবীন্দ্রনাথ ঠাকুরকে কে প্রথম বিশ্বকবি বলেছেন?

উত্তরঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায়

95. ভারতে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়?

উত্তরঃ ভার্গিস কুরিয়ান

96. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?

উত্তরঃ সমাচার দর্পণ (সাপ্তাহিক)

97. কোন খেলাটিকে বিশ্বের প্রাচীনতম খেলা বলে মনে করা হয়?

উত্তরঃ কুস্তি

98. Lexicographer এর কাজ কি?

উত্তরঃ অভিধানের সংকলন

99. সদর বহরমপুর, মুশিরদাবাদে লালদীঘি নামে পরিচিত হ্রদের আসল নাম কী?

উত্তরঃ সুভাষ সরোবর

100. সালমান খান কোন সিনেমার শুটিংয়ের সময় কৃষ্ণসার শিকার করেছিলেন?

উত্তরঃ হাম সাথ সাথ হ্যায়

011. ওস্তাদ বিসমিল্লাহ খান কিসের সাথে যুক্ত?

উত্তরঃ সানাই

102. সত্যজিৎ রায়ের চলচ্চিত্র "শতরঞ্জ কি খিলাড়ি" কোন লেখকের গল্প অবলম্বনে নির্মিত?

উত্তরঃ মুন্সী প্রেমচাঁদ

103. শেরশাহের সমাধি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: বিহার (বিহারের সাসারাম)

104. হাম্পি স্থাপত্য কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ কর্ণাটক

105. কোন রাজ্য পুনরুজ্জীবন প্রকল্প চালু করেছে?

উত্তরঃ পশ্চিমবঙ্গ

106. বিশ্বের দীর্ঘতম বেলেপাথরের গুহা ক্রেম পুরী কোথায় অবস্থিত?

উত্তরঃ মেঘালয়

107. ভারতের কোথায় প্লাস্টিক পার্ক নির্মিত হবে?

উত্তরঃ ঝাড়খন্ড

108. আন্তর্জাতিক বন দিবস কবে?

উত্তরঃ ২১শে মার্চ

109. ভারতের কোন রাজ্য প্লাস্টিক নিষিদ্ধ করার 18তম রাজ্যে পরিণত হয়েছে?

উত্তরঃ মহারাষ্ট্র

110. কাকে হাসি পুরস্কার দেওয়া হয়?

উত্তরঃ জাপানী মহিলা প্রকৃতি বিজ্ঞানী

111. ভারতের কোন মন্দিরকে 'ব্ল্যাক প্যাগোডা' বলা হয়?

উত্তরঃ কোনার্কের সূর্য মন্দির

112. 'এ মেরে ওয়াতন কে লোগো' গানটি কে লিখেছেন?

উত্তর: কবি প্রদীপ (লিখিত সি. রামচন্দ্র)

113. ভারতের প্রথম মহিলা পোর্টার কে?

উত্তর: সন্ধ্যা মারাউই – মধ্যপ্রদেশের জবলপুরের কাটনি জংশনের কুলিগিরিতে কাজ করতেন।

114. পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়?

উত্তরঃ আমাজন জঙ্গল

115. ইউনেস্কোর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ প্যারিস

116. জয়পুরকে ভারতের গোলাপী শহর বলা হয় কোন শহরকে নীল শহর বলা হয়?

উত্তরঃ যোধপুর

117. 21শে মে, কার মৃত্যুবার্ষিকী ভারতে "সন্ত্রাস বিরোধী দিবস" হিসাবে পালিত হয়?

উত্তরঃ রাজীব গান্ধী

118. ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি?

উত্তরঃ সুরেখা যাদব

119. আমরা সবাই তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারিকে চিনি, যারা প্রথম এভারেস্ট জয় করেছিলেন। কিন্তু প্রথম নারী কে এভারেস্ট জয় করেছিলেন?

উত্তরঃ জুনকো তাবেয়ী। 1975 সালের 16 মে এভারেস্ট জয় করা হয়েছিল

120. দেশের আসল ল্যাটিন নামের অর্থ দক্ষিণের অজানা ভূমি। এখন কি সবাই এই দেশের নাম জানে?

উত্তরঃ অস্ট্রেলিয়া

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url