মধ্যযুগের ভারতীয় ইতিহাস (Medieval Indian History)

মধ্যযুগের ভারতীয় ইতিহাস (Medieval Indian History) বা জেনেরাল নলেজ (General Knowledge) থেকে 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্নউত্তর

1. সুল-ই-কুল নীতির প্রবর্তন —

(ক) আকবর

(খ) আওরঙ্গজেব

(গ) জাহান্দার শাহ

(ঘ) মুহাম্মদ শাহ

উত্তর: [ক] আকবর।

2. শিবাজীকে মুকুট দেওয়া হয়েছিল

(a) 1672 খ্রি

(b) 1673 খ্রি

(c) 1674 খ্রি

(D) 1975 খ্রি

উত্তর: [C] 1674 খ্রি.

3. রণজিৎ সিং কোন আন্দোলনের নেতা ছিলেন?

(ক) সুচরাকিয়া মিসল

(b) ভেঙ্গি মিসাল

(c) কানহেয়া মিসল

(d) গোবিন্দ মিসল

উত্তর: [ক] সুকুরচাকিয়া মিসল।

4. রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল —

(ক) ক্লোজ আপ

(খ) শিশুদিয়া

(গ) সোলাঙ্কি

(ঘ) পরমার

উত্তরঃ [খ] শিশুদিয়া।

5. মুঘল সাম্রাজ্যের সরকারী ভাষা ছিল-

(ক) উর্দু

(খ) ফার্সি

(গ) ফার্সি ও আঞ্চলিক ভাষা

(D) তুরস্ক

উত্তরঃ [খ] ফার্সি।

6. ভাস্কো দা গামা কবে ভারতে প্রবেশ করেন?

(a) 1498 খ্রি

(b) 1409 খ্রি

(c) 1496 খ্রি

(D) 1492 খ্রি

উত্তর: [ক] 1498 খ্রি.

7. তিনি ছিলেন বাবরনামার রচয়িতা

(ক) আবুল ফজল

(খ) ফেরদৌসী

(গ) আফিফ

(ঘ) বাবর।

উত্তর: [D] বাবর।

8. বাণিজ্যের জন্য কে প্রথম ভারতে আসেন?

(a) ফরাসি

(খ) ডাচ

(c) পর্তুগিজ

(D) ইংরেজি

উত্তর: [C] পর্তুগিজ।

9. বাংলায় কৌলিন্য প্রথা শুরু করেন কে?

(ক) গোপাল

(খ) বল্লাল সেন

(c) লক্ষ্মণ সেন

(d) ধর্মপাল

উত্তর: [খ] বল্লাল সেন।

10. বক্সারের যুদ্ধ সংঘটিত হয়

(a) 1762 খ্রি

(b) 1764 খ্রি

(c) 1768 খ্রি

(D) 1772 খ্রি

উত্তর: [খ] 1764 খ্রি.

11. ফতেপুর সিক্রি মন্দিরের নির্মাতা ছিলেন

(ক) শাহজাহান

(খ) আওরঙ্গজেব

(গ) আকবর

(ঘ) জাহাঙ্গীর

উত্তরঃ [C] আকবর।

12. ফতেপুর সিক্রির মাজার কি ছিল?

(ক) বসবাসের জন্য সুন্দর ভবন

(খ) সকল ধর্মের উপর আলোচনার জন্য হোম

(গ) ডাইনিং হল

(D) উপরের কোনটি নয়

উত্তর: [খ] সমস্ত ধর্মের আলোচনার জন্য হোম।

13. নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথমে দ্বীন-ই-ইলাহী/তাওহিদ-ই-ইলাহীতে যোগ দিয়েছিলেন?

(ক) মান সিং

(b) টোডার্মাল

(গ) ভগবন্ত দাস

(ঘ) বীরবল

উত্তরঃ [D] বীরবল।

14. নিচের মধ্যে কে দ্বীন-ই-ইলাহীর সদস্য?

(ক) রাজা মান সিং

(b) টোডার্মাল

(গ) তানসেন

(d) রাজা বীরবল

উত্তর: [D] রাজা বীরবল।

15. নিচের মধ্যে কারা 'দ্বীন-ই-ইলাহী'-এর সদস্য হয়েছেন?

(ক) রাজা মান সিং

(b) টোডার্মাল

(গ) তানসেন

(d) রাজা বীরবল

উত্তর: [D] রাজা বীরবল।

16. দিল্লির নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডারের মুকুট পরতে এবং বিশ্ব জয় করতে চেয়েছিলেন?

(ক) আলাউদ্দিন খিলজি

(খ) গিয়াসউদ্দিন বলবন

(গ) মুহাম্মদ বিন-তুঘলক

(D) তাদের কেউ নয়

উত্তর: [ক] আলাউদ্দিন খিলজি।

17. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন?

(a) নিকোলো কন্টি

(b) ফ্রাঁসোয়া বার্নিয়ার

(c) স্যার টমাস রো

(D) অ্যাথানাসিয়াস নিকিটিন

উত্তর: [C] স্যার টমাস রো।

18. দ্বীন-ই-ইলাহী কে প্রবর্তন করেন?

(ক) ফিরোজ শাহ তুঘলক

(খ) মুহাম্মদ বিন তুঘলক

(গ) কবির

(ঘ) আকবর।

উত্তর: [ডি] আকবর।

19. দাস বংশের প্রতিষ্ঠাতা কে?

(ক) ইলতুতমিস

(b) বল

(গ) নাসিরুদ্দিন

(d) কুতুবুদ্দিন আইবক

উত্তরঃ [D] কুতুবুদ্দিন আইবক।

20. টোডারমাল কে ছিলেন?

(ক) শেরশাহের একজন মন্ত্রী

(খ) আকবরের দরবারে একজন রাজস্ব বিশেষজ্ঞ

(c) মেবার যুবরাজ

(ঘ) জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন জেনারেল

উত্তর: [খ] আকবরের দরবারে একজন রাজস্ব বিশেষজ্ঞ।

21. চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন যার রাজত্বকালে তিনি ছিলেন-

(ক) সমুদ্রগুপ্ত

(b) অশোক

(c) হর্ষবর্ধন

(d) প্রথম কুলোটাঙ্গা

উত্তর: [C] হর্ষবর্ধন।

22. খ্রিস্টীয় 8 থেকে 10 শতকের মধ্যে উত্তর ভারতে তিনটি শক্তির প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী শক্তি কারা ছিল?

(a) পাল, চোল, পল্লব

(b) পাল, প্রতিহার, রাষ্ট্রকূট

(c) চোল, প্রতিহার, রাষ্ট্রকূট

(d) পাল, চোল, রাষ্ট্রকূট

উত্তর: [খ] পাল, প্রতিহার, রাষ্ট্রকূট।

23. টোডারমাল কোন রাজস্ব ব্যবস্থার সাথে যুক্ত?

(একটি নাক

(b) গ্যালাবক্স

(গ) জাভাতি

(d) কানকূট

উত্তরঃ [C] জাবাতি।

24. 'বারভাইস সভা' কে আয়োজন করেন?

(a) মাধব রাও নারায়ণ

(b) দ্বিতীয় বাজিরাও

(c) মহাদাজি সিন্ধিয়া

(D) নানা ফড়নবীস

উত্তর: [D] নানা ফড়নবিস।

25. 'খালসা' কে প্রবর্তন করেন?

(ক) গুরু তেগ বাহাদুর

(b) গুরু নানক

(c) গুরু গোবিন্দ সিং

(d) গুরু হরগোবিন্দ

উত্তর: [C] গুরু গোবিন্দ সিং।

26. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার অনুমতি নিয়ে সুরাটে প্রথম কারখানা স্থাপন করে?

(ক) আকবর

(খ) জাহাঙ্গীর

(গ) শাহজাহান

(d) আওরঙ্গজেব

উত্তরঃ [খ] জাহাঙ্গীর।

27. ইবনে বতুতা কোন শাসকের অধীনে ভারতে আসেন?

(ক) আকবর

(খ) মুহাম্মদ বিন তুঘলক

(গ) ইলতুতমিস

(d) আলাউদ্দিন খিলজি।

উত্তর: [D] আলাউদ্দিন খিলজি।

28. আইন-ই-আকবরীর লেখক হলেন-

(ক) বাদাউনি

(খ) আবুল ফজল

(গ) শেখ মোবারক

(ঘ) ফাইজি

উত্তরঃ [খ] আবুল ফজল।

29. কোন মুঘল সম্রাটের আমলে হিন্দু মহিলাদের 'সতীদাহ' প্রথা নিষিদ্ধ করা হয়েছিল?

(ক) জাহাঙ্গীর

(খ) শাহজাহান

(গ) আকবর

(d) আওরঙ্গজেব

উত্তর: [কোন ইনপুট নেই]।

30. সুলতানি আমলে ইকতা মানে

(a) অভিবাদনের একটি ফর্ম

(b) একজন গুরুত্বপূর্ণ কর্মচারী

(গ) কোন গ্রাম বা বিশেষ এলাকায় ভূমি রাজস্ব ভাতা

(D) উপরের কোনটি নয়

উত্তর: [গ] একটি গ্রাম বা বিশেষ এলাকার ভূমি রাজস্ব ভাতা।

31. মুঘল সম্রাটের শাসনামলে যে সাতনামি বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তা ছিল-

(ক) আকবর

(খ) জাহাঙ্গীর

(গ) শাহজাহান

(ঘ) আওরঙ্গজেব

উত্তর: [D] আওরঙ্গজেব।

32. সিরাজ দৌল্লা কবে সিংহাসনে বসেন?

(ক) 1707

(B) 1739

(গ) 1756

(D) 1757

উত্তর: [C] 1756।

33. শের-ই পাঞ্জাব কাকে বলা হয়?

(ক) রঞ্জিত সিং

(খ) অমর সিং

(গ) লালা লাজপত রায়

(D) ভগৎ সিং

উত্তর: [C] লালা লাজপত রায়।

34. লক্ষ্মণ সেনের রাজত্বকালে কোন মুসলিম আক্রমণকারী বাংলা জয় করেন?

(ক) মোহাম্মদ ঘোরি

(খ) বখতিয়ার খিলজি

(গ) কুতুবুদ্দিন আইবক

(ঘ) ইলতুতমিস।

উত্তর: [খ] বখতিয়ার খিলজি।

35. রাজনামা বইটির ফরাসি অনুবাদ ছিল —

(ক) উপনিষদ

(খ) রামায়ণ

(গ) গীতা

(ঘ) মহাভারত

উত্তর: [কোন ইনপুট নেই]।

36. মুর্শিদকুলি খান ঢাকা থেকে রাজধানী কোথায় স্থানান্তর করেন?

(ক) মুঙ্গের

(খ) মুর্শিদাবাদ

(গ) করলা

(D) পান্ডুয়া।

উত্তর: [খ] মুর্শিদাবাদ।

37. মুঘল সম্রাট আওরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তিনি ছিলেন -

(ক) তেগ বাহাদুর

(খ) নানক

(গ) গোবিন্দ সিং

(ঘ) অর্জুন দেব

উত্তর: [ক] তেগ বাহাদুর।

38. ভারতীয় ইতিহাসে 1761 সাল কেন গুরুত্বপূর্ণ?

(ক) ইংরেজি কোম্পানি বাংলার দেওয়ান হল

(খ) পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির পতন ঘটে

(গ) ইংরেজ কোম্পানির বাহিনী কর্তৃক দিল্লী দখল

(ঘ) মহীশূরের হায়দার আলীর মৃত্যু

উত্তর: [খ] পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পরাজিত হয়।

39. কে বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান?

(ক) ইব্রাহিম লোদী

(খ) সিকান্দার লোধি

(গ) দৌলত খান লোদী

(ঘ) শের খান

উত্তর: [C] দৌলত খান লোদী।

40. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?

(ক) হুশেন শাহ

(খ) গিয়াসউদ্দিন মামুদ শাহ

(গ) নসরত শাহ

(ঘ) ইলিয়াস শাহ।

উত্তর: [খ] গিয়াসউদ্দিন মামুদ শাহ।

41. বাংলার পাল বংশের রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন?

(ক) তর্জন

(খ) গান্ধাতা

(গ) ঐশ্বরিক

(ঘ) ময়ূর

উত্তর: [C] ঐশ্বরিক।

42. বক্সারের যুদ্ধের সময় (1764) বাংলার নবাব কে ছিলেন?

(ক) মীর কাসিম

(খ) মির্জাফর

(গ) নিজাম-উদ-দৌলা

(ঘ) সুজা-উদ-দৌলা

উত্তর: [ক] মীর কাশিম।

43. নিচের কোন দাস পরিবারের ক্রীতদাস সুলতান ছিলেন না?

(ক) কুতুবুদ্দিন আইবক

(খ) ইলতুতমিস

(গ) সম্মতি

(ঘ) বল

উত্তর: [C] রাজিয়া।

44. নাদির শাহ ভারত আক্রমণ করেন

(ক) 1738 খ্রি

(B) 1739 খ্রি

(গ) 1740 খ্রি

(D) 1741 খ্রি

উত্তর: [B] 1739 খ্রি.

45. দিল্লি সালতানাতের শেষ শাসক কে ছিলেন?

(ক) আলাউদ্দিন আলম শাহ

(খ) ইব্রাহিম লোদী

(গ) বাহলুল লোদী

(ঘ) সিকান্দার লোধি

উত্তর: [খ] ইব্রাহিম লোদী।

46. ​​দিল্লির সুলতান যিনি রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে (দেবগিরি) স্থানান্তরিত করেছিলেন তিনি ছিলেন —

(ক) কুতুবুদ্দিন আইবক

(খ) ইলতুতমিস

(গ) মুহাম্মদ বিন তুঘলক

(ঘ) ফিরোজ-শাহ-তুঘলক

উত্তর: [C] মুহাম্মদ বিন তুঘলক।

47. দাম কত?

(ক) শেরশাহ প্রবর্তিত তাম্রমুদ্রা

(খ) আকবর কর্তৃক প্রবর্তিত তাম্রমুদ্রা

(গ) শাহজাহান প্রবর্তিত তাম্রমুদ্রা

(ঘ) আরঙ্গজেব প্রবর্তিত তাম্রমুদ্রা

উত্তর: [ক] শেরশাহ প্রবর্তিত তাম্রমুদ্রা।

48. দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে হয়েছিল?

(ক) বল

(খ) সম্মতি

(গ) জালালউদ্দিন খলজী

(ঘ) ফিরোজ তুঘলক

উত্তর: [C] জালালউদ্দিন খলজি।

49. টিপুর চূড়ান্ত পরাজয় কার হাতে হয়েছিল?

(ক) লর্ড ওয়েলেসলি

(খ) লর্ড কর্নওয়ালিস

(গ) লাউড ডালহৌসি

(D) জন শোর

উত্তর: [ক] লর্ড ওয়েলেসলি।

50. চেঙ্গিস খান কবে ভারত আক্রমণ করেন?

(ক) 1211 খ্রি

(খ) 1221 খ্রি

(গ) 1399 খ্রি

(D) 1526 খ্রি

উত্তর: [খ] ১২২১ খ্রি.

51. কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন?

(ক) জাহাঙ্গীর

(খ) আওরঙ্গজেব

(গ) শাহজাহান

(ঘ) বাহাদুর শাহ

উত্তর: [গ] শাহজাহান।

52. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন?

(ক) আকবর

(খ) জাহাঙ্গীর

(গ) শাহজাহান

(ঘ) আরঙ্গজেব

উত্তর: [ক] আকবর।

53. কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী লিখেছেন?

(ক) বাবর

(খ) আকবর

(গ) শাহজাহান

(ঘ) আওরঙ্গজেব

উত্তর: [ক] বাবর।

54. বাজার নিয়ন্ত্রণ নীতি কে প্রবর্তন করেন?

(ক) ফিরোজ শাহ তুঘলক

(খ) মুহাম্মদ বিন তুঘলক

(গ) আলাউদ্দিন খলজী

(ঘ) সিকান্দার লোদী

উত্তর: [C] আলাউদ্দিন খলজি।

55. কুতুব মিনার নির্মাণ কে সম্পন্ন করেন?

(ক) কুতুবউদ্দিন বখতিয়ারের খালা

(খ) নাসিরুদ্দিন কুবাছা

(গ) ইলতুতমিস

(ঘ) কুতুবুদ্দিন আইবক

উত্তর: [C] ইলতুতমিস।

56. ইসলামের সাথে ভারতের প্রাথমিক যোগাযোগ কার মাধ্যমে হয়েছিল?

(ক) সপ্তম শতাব্দীতে আরবদের সিন্ধু আক্রমণ

(খ) 11 এবং 12 শতকে তুর্কি আক্রমণ

(গ) মালাবার উপকূলে আরব ব্যবসায়ীরা

(ঘ) সুফি সাধক ও আরব ভ্রমণকারী

উত্তর: [C] মালাবার উপকূলে আরব ব্যবসায়ীরা।

57. আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করুন

(ক) ফারুক

(খ) মুশকিন

(গ) মনসুর

(ঘ) মুকুন্দ

উত্তর: [C] মনসুর।

58. আকবরের শাসনামলে কোন রাজকর্মচারীকে বক্সী বলা হত?

(ক) নগর শাসনের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে

(খ) সামরিক সংস্থার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা

(গ) একজন প্রশাসনিক/নির্বাহী কর্মচারীর কাছে

(D) এর কোনটিই নয়

উত্তর: [খ] সামরিক সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে।

59. অষ্টদিগ্জা' দলের পৃষ্ঠপোষক ছিলেন -

(a) প্রথম দেবরায়

(b) দ্বিতীয় দেবগণ

(c) বীর নরসিংহ

(ঘ) কৃষ্ণদেব রায়

উত্তরঃ [D] কৃষ্ণদেব রায়।

60. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?

(ক) ফিরোজ শাহ তুঘলক

(b) চন্দ্রগুপ্ত মৌর্য

(c) বিম্বিসার

(d) আলাউদ্দিন খিলজি

উত্তর: [D] আলাউদ্দিন খিলজি।

61. ভীল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

(ক) ছোটনাগপুর

(b) সিংভূম

(গ) সাতারা

(d) খানদেশ

উত্তর: [ক] ছোটনাগপুর।

62. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়?

(ক) বিজাপুর

(খ) গোলকুন্ডা

(c) হাম্পি

(D) বরোদা

উত্তর: [C] হাম্পি।

63. বাংলার শাসক হিসেবে মুর্শিদকুলি খানের উত্তরসূরি কে ছিলেন?

(ক) সরফরাজ খান

(খ) সওকত জং

(গ) আলীবর্দী খান

(ঘ) সুজাউদ্দিন

উত্তরঃ [D] সুজাউদ্দিন।

64. নিচের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিল?

(ক) হায়দার আলী

(খ) সফদর জং

(গ) মীর কাসিম

(d) টিপু সুলতান

উত্তর: [D] টিপু সুলতান।

65. আকবর নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য জয় করেননি?

(ক) কাশ্মীর

(b) বাংলা

(c) বিহার

(D) আসাম।

উত্তর: [D] আসাম।

66. নিচের কোন বইটি বক্তৃতার সময়কাল সম্পর্কে বিশদ বিবরণ দেয়?

(ক) তাহকীক-ই-হিন্দ

(খ) শাহনামা

(গ) তারিখ-ই-ফিরোজশাহী

(D) উপরের কোনটি নয়

উত্তর: [কোন ইনপুট নেই]।

67. নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের কিছু অংশ জয় করেছিলেন এবং তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন?

(ক) হুমায়ুন

(খ) শের শাহ

(গ) বাবর

(D) তাদের কেউ নয়

উত্তর: [গ] বাবর।

68. নাসিরুদ্দিন চেরাগ কে ছিলেন?

(ক) খিলজি রাজবংশের একজন সুলতান

(খ) একজন সুফি সাধক

(গ) গিয়াসউদ্দিন বলবনের একজন মন্ত্রী

(ঘ) আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীর একজন জেনারেল

উত্তর: [খ] একজন সুফি সাধক।

69. দিল্লির কোন সুলতান ক্রীতদাসদের জন্য আলাদা অফিস তৈরি করেছিলেন?

(ক) ইলতুতমিস

(b) বল

(গ) মুহাম্মদ বিন তুঘলক

(d) ফিরোজ শাহ তুঘলক।

উত্তর: [ডি] ফিরোজ শাহ তুঘলক।

70. দিল্লির কোন সুলতান দিল্লিতে একটি অশোক স্তম্ভ নিয়ে আসেন?

(ক) ইলতুতমিস

(খ) আলাউদ্দিন খিলজি

(গ) মুহাম্মদ বিন তুঘলক

(d) ফিরোজ শাহ তুঘলক।

উত্তর: [D] ফিরোজ শাহ তুঘলক।

71. দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন?

(ক) কুতুবুদ্দিন আইবক

(খ) ইলতুতমিস

(c) বল

(d) আলাউদ্দিন খিলজি।

উত্তরঃ [ক] কুতুবুদ্দিন আইবক।

72. তারিখ-ই-ফিরুজশাহীর রচয়িতা কে?

(ক) আবুল ফজল

(খ) মিনহাজ-উজ-সিরাজ

(গ) জিয়াউদ্দিন বারানী

(d) আল বিরুনি

উত্তরঃ [C] জিয়াউদ্দিন বারানী।

73. তাকাভি বলতে কী বোঝায়?

(ক) কৃষক ঋণ

(b) এক প্রকার উর্বর জমি

(গ) হিন্দুদের ট্যাক্সেশন

(d) অনুর্বর জমি

উত্তর: [ক] কৃষকের ঋণ।

74. টিপু সুলতানের রাজধানী ছিল

(ক) মহীশূর

(খ) সেরেঙ্গাপত্তম

(গ) শৃঙ্গেরি

(d) বেলুড়

উত্তর: [খ] সেরেঙ্গাপটাম।

75. খালিমপুর তাম্রফলক কোন পালবংশ্য রাজার শোষণের কথা বলে?

(ক) দেবপাল

(খ) রামপাল

(c) ধর্মপাল

(d) প্রথম মহীপাল

উত্তর: [C] ধর্মপাল।

76. খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?

(ক) মাহমুদ লোদী

(b) হেমু

(c) রানা সাঙ্গা

(D) এর কোনটিই নয়

উত্তর: [C] রানা সাঙ্গা।

77. কর্ণাটকের যুদ্ধ সংঘটিত হয়

(a) ফরাসি ইস্ট ইন্ডিয়া কোং এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোং এর মধ্যে

(B) ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোং এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোং এর মধ্যে

(C) ডাচ ইস্ট ইন্ডিয়া কোং এবং পর্তুগিজদের মধ্যে

(D) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোং এবং ডাচদের মধ্যে

উত্তর: [A] ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোং এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোং এর মধ্যে।

78. চেঙ্গিস খান কোন সুলতানের রাজত্বকালে ভারত আক্রমণ করেন?

(ক) ইলতুতমিস

(খ) আলাউদ্দিন খিলজি

(গ) গিয়াসউদ্দিন বলবন

(d) মুহাম্মদ বিন তুঘলক।

উত্তরঃ [ক] ইলতুৎমিস।

79. কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক ছিলেন না?

(ক) মান সিং

(খ) অমর সিংহ

(গ) উদয় সিং

(D) যশবন্ত সিং

উত্তর: [D] যশবন্ত সিং।

80. কোন মুঘল সম্রাটের আমলে নাদির শাহ ভারত আক্রমণ করেন?

(ক) ফররুখশিয়ার

(খ) বাহাদুর শাহ

(গ) মুহাম্মদ শাহ

(ঘ) শাহ আলম

উত্তর: [গ] মোহাম্মদ শাহ।

81. ব্রিটিশদের সাথে রঞ্জিত সিংয়ের অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে?

(a) 1807 খ্রি

(b) 1809 খ্রি

(c) 1811 খ্রি

(D) 1813 খ্রি

উত্তর: [খ] 1809 খ্রি.

82. ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়েছিল কোন যুদ্ধের মাধ্যমে?

(ক) পলাশীর যুদ্ধ, 1757

(b) বক্সারের যুদ্ধ, 1764

(c) তৃতীয় মহীশূর যুদ্ধ, 1790-92

(D) মহীশূরের চতুর্থ যুদ্ধ, 1799

উত্তর: [B] বক্সারের যুদ্ধ, 1764।

83. কোন ঐতিহাসিক মুঘল ইতিহাস নিয়ে গবেষণার জন্য বিখ্যাত?

(ক) সুমিত সরকার

(b) যদুনাথ সরকার

(c) সুশোভন চন্দ্র সরকার

(D) এস গোপাল

উত্তরঃ [খ] যদুনাথ সরকার।

84. বাহমানি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়ই কোন অঞ্চল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়?

(a) মাদুরাই

(খ) বারঙ্গল

(c) মালাবার

(d) রায়চুর দোয়াব।

উত্তর: [D] রায়চুর দোয়াব।

85. কে 'হিন্দব ধর্মধারক' (হিন্দু ধর্মের রক্ষাকারী) উপাধি গ্রহণ করেন?

(ক) গুরু রামদাস

(b) শিবাজী

(c) প্রথম বাজিরাও

(D) বালাজি বাজিরাও

উত্তরঃ [খ] শিবাজী।

86. 'সব লাল হো যায়েগা' কে বলেছেন?

(ক) গুরু গোবিন্দ সিং

(খ) অজিত সিং

(গ) তেগ বাহাদুর

(D) রঞ্জিত সিং

উত্তর: [D] রঞ্জিত সিং।

87. দ্বিদলীয় ব্যবস্থা কে প্রবর্তন করেন?

(ক) শাহজাহান

(খ) আকবর

(গ) জাহাঙ্গীর

(d) আওরঙ্গজেব

উত্তরঃ [গ] জাহাঙ্গীর।

88. ভ্রমণকারী অভিজাতদের ক্ষমতা কে খর্ব করেছে?

(ক) গিয়াসউদ্দিন বলবন

(খ) ইলতুতমিস

(গ) আলাউদ্দিন খলজি

(d) মুহাম্মদ বিন তুঘলক

উত্তর: [ক] গিয়াসউদ্দিন বলবন।

89. 'গঙ্গাইকোন্ডাছোলা' উপাধি কার ধারণ করেন?

(ক) রাজেন্দ্র আই

(খ) প্রথম রাজা

(c) রাজাধিরাজ প্রথম

(d) প্রথম কুলোতুঙ্গা

উত্তর: [ক] রাজেন্দ্র প্রথম।

90. টিপুর চূড়ান্ত পরাজয় কার কাছে হয়েছিল?

(a) লর্ড ওয়েলেসলি

(b) লর্ড কর্নওয়ালিস

(c) লর্ড ডালহৌসি

(D) জন শোর

উত্তর: [ক] লর্ড ওয়েলেসলি।

91. কার শাসনামলে 'জাভাত' ভূমি ব্যবস্থা চালু হয়?

(ক) আলাউদ্দিন খিলজি

(খ) শের শাহ

(গ) আকবর

(ঘ) শাহজাহান

উত্তরঃ [C] আকবর।

92. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম ব্যবসায়িক পোস্ট স্থাপন করে?

(ক) জাহাঙ্গীর

(খ) শাহজাহান

(গ) আওরঙ্গজেব

(d) প্রথম বাহাদুর শাহ।

উত্তর: [ক] জাহাঙ্গীর।

93. আদিগ্রন্থ কি?

(ক) শিখদের একটি ধর্মীয় পাঠ্য

(b) মানুষের ভোগের মৌলিক নিয়ম সম্বলিত একটি বই

(c) মধ্যযুগীয় ব্যবহারের শাসকদের জন্য একটি বই

(D) উপরের কোনটি নয়

উত্তর: [ক] শিখদের একটি ধর্মীয় গ্রন্থ।

94. 'রুমী' কি যুদ্ধক্ষেত্রে কৌশল ব্যবহার করেছিলেন?

(ক) শের শাহ

(খ) আওরঙ্গজেব

(গ) বাবর

(ঘ) আকবর

উত্তর: [গ] বাবর।

95. 'রুমি' কি যুদ্ধক্ষেত্রে কৌশল ব্যবহার করেছিলেন?

(ক) শের শাহ

(খ) আওরঙ্গজেব

(গ) বাবর

(ঘ) আকবর

উত্তর: [গ] বাবর।

96. গুরুমুখী বর্ণমালা কে প্রবর্তন করেন?

(ক) গুরু অমরদাস

(খ) গুরু রামদাস

(c) গুরু অঙ্গদ

(D) গুরু নানক

উত্তর: [C] গুরু অঙ্গদ

97. হুমায়ুন নামা কে লিখেছেন?

(ক) আবুল ফজল

(খ) ফয়েজী

(গ) বাদাউনি

(ঘ) গুলবদন বেগম

উত্তর: [D] গুলবদন বেগম

98. নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন?

(a) 1738

(B) 1739

(c) 1740

(D) 1741

উত্তর: [খ] 1739

99. কোন সম্রাটের নাম ময়ূর সিংহাসনের সাথে যুক্ত?

(ক) বাবর

(খ) হুমায়ুন

(গ) আকবর

(ঘ) শাহজাহান

উত্তরঃ [D] শাহজাহান

100. পর্তুগিজরা কোন সম্রাটের নির্দেশে সাতগাঁওয়ে বসবাস শুরু করে?

(ক) আকবর

(খ) ফারুকসিয়া

(গ) জাহাঙ্গীর

(ঘ) শাহজাহান

উত্তর: [ক] আকবর

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url