আপনার মেয়ে শিশুকে রক্ষা করুন আপনারা নিজেরা

কীভাবে শিশুকে মোবাইল মোবাইল থেকে রক্ষা করবেন,হিন্দু শিশুকে রক্ষা করে ‌‘হিরো’ মুসলিম কিশোরী,হে আল্লাহ রক্ষা করুন রোহিঙ্গাদের,রক্ষা করুন আপনার সন্তানকে মোবাইল ডিভাইস থেকে,শিশুদের জন্য মোবাইলের ক্ষতিকর প্রভাব,রক্ষার দোয়া,রোহিঙ্গা মেয়ে,মসজিদের মুয়াজ্জিন যেভাবে রক্ষা করল জিনগ্রস্থ মেয়েটিকে,লক্ষণ,গড়ে তুলুন আপনার শিশুর এক সুন্দর ভবিষ্যত,করোনা,ইভটিজিং এর ভয়াবহতা থেকে আমাদের সন্তানদের রক্ষা করার দায়িত্ব আমাদের,মেয়েদের উত্ত্যক্ত করা,শিশু মেয়ের কান্না,শিশু


💡কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো আপনার মেয়ে শিশুকে শিক্ষা দিতে পারেনঃ


✍১. আপনার মেয়ে শিশুকে কারো কোলে বসতে দিবেন না।


✍২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।


✍৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালাউ করবেন না।


✍৪. আপনার মেয়ে যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্ ধরণের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সি বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।


✍৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।


✍৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুণ।


✍৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।


✍৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।


✍৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়শই ভিজিট করে।

MORE NEWS

✍১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন (মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)।


✍১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।


✍১২. আপনার শিশুকে ভিড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূল্যবোধ শেখান।


✍১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে, তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।


✍️১৪. আপনার শিশুকে অতিরিক্ত মোবাইল 📵আসক্তি থেকে দূরে রাখুন। মোবাইল হাতে পেলে সে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেদিকে সজাগ দৃষ্টি রাখুন।


✍️১৫. লজ্জা মেয়েদের "ভূষণ", সুতরাং আপনার মেয়েকে লজ্জাশীল হয়ে উঠতে সহায়তা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url