বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ (BCS)
ধ্বনিতত্ত্ব
বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ কোনাে ভাষার বা প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলাে মৌলিক ধ্বনি (Sound) পাই। বাংলা ভাষাতেও কতগুলাে মৌলিক ধ্বনি আছে। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলােকে প্রধান দুই ভাগে ভাগ করা হয়
: ১. স্বরধ্বনি ও
২. ব্যঞ্জনধ্বনি।
১. স্বরধ্বনি ;
যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও কোনাে প্রকার বাধা পায় না, তাদেরকে বলা হয় স্বরধ্বনি (Vowel sound)। যেমন – অ, আ, ই, উ ইত্যাদি।
২. ব্যঞ্জনধ্বনি
যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও না কোথাও কোনাে প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে, তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি (Consonant sound) যেমন- ক, চ, ট, ত, প ইত্যাদি।
বর্ণ :
ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ (Letter) । স্বরবর্ণ : স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। যেমন – অ, আ, ই, ঈ, উ, ঊ ইত্যাদি।
ব্যঞ্জনবর্ণ :
ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। যেমন-ক ইত্যাদি। বর্ণমালা : যে কোনাে ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণসমষ্টিকে সেই ভাষার বর্ণমালা (Alphabet) বলা হয়।
MORE READ
বিশেষ জ্ঞাতব্য ;
উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জনবর্ণে দ্যোতিত ধ্বনি ‘অ' স্বরধ্বনিটি যােগ করে উচ্চারণ করা হয়ে থাকে। যেমন - ক্ + অ = ক, ইত্যাদি। স্বরধ্বনি সংযুক্ত না হলে অর্থাৎ উচ্চারিত ব্যঞ্জনের নিচে ‘হস্’ বা ‘হল’ চিহ্ন (,) দিয়ে লিখিত হয়।
বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালায় মােট পঞ্চাশ (৫০)টি বর্ণ রয়েছে। তার মধ্যে স্বরবর্ণ এগার (১১)টি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি (৩৯)টি।
১. স্বরবর্ণ :
অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ১১টি
২. ব্যঞ্জনবর্ণ ;
ক খ গ ঘ ঙ ৫টি
চ ছ জ ঝ ঞ ৫টি
ট ঠ ঢ ঢ ণ ৫টি
ত থ দ ধ ন ৫টি
প ফ ব ভ ম ৫টি
য র ল ৩টি
শ ষ স হ ৪টি
ড় ঢ় য় ৎ ৪টি
৩টি
মােট ৫০টি
বিশেষ জ্ঞাতব্য :
ঐ, ঔ - এ দুটি দ্বিঘর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন। যেমন – অ + ই = ঐ , অ + উ = ঔ