learn English grammar 2023( parts of speech)
PARTS OF SPEECH
ইংরেজি ভাষায় কোন Sentence-এ ব্যবহৃত প্রতিটি word-ই ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। অতএব Sentence-এ ব্যবহৃত প্রত্যেকটি word- কে parts of speech বলে।
ইংরেজিতে parts of speech আট প্রকারঃ
1. Noun (বিশেষ্য)
2. Pronoun (সর্বনাম)
3. Adjective (বিশেষণ)
3. Verb (ক্রিয়া)।
5. Adverb (ক্রিয়ায় বিশেষণ)
6. Preposition (পদান্বয়ী অব্যয়)
7. Conjunction (সমুচ্চয়ী)
8. Interjection (আবেগসূচক অব্যয়)
যেমনঃ Rahim, Karim, Dhaka, Khulna, boy, girl, father, mother, honesty, kindness, gold, iron ইত্যাদি।
1. Noun: যে word দ্বারা কোন কিছুর নামকে বুঝায় তাকে Noun বলে। যেহেতু উপরের word গুলাের দ্বারা নাম বুঝায়। তাই তারা নাম বুঝায় তাই তারা Noun.
2. Pronoun: Noun-এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে Pronoun বলে। Pro শব্দের অর্থ পরিবর্তনের সমতুল্য। সুতরাং Pronoun শব্দের অর্থ হলাে Noun-এর পরিবর্তে বা Nounসমতুল্য । I, we, you, they, he, she, it.
Asad is good boy.
He goes to school daily.
একই Noun-বার বার ব্যবহার করলে ভাল শুনায় না বলে এখানে দ্বিতীয় Sentence-টিতে Asad-এর পরিবর্তে he ব্যবহার করা হয়েছে।
তাই "He" Pronoun.
3. Verb: য়ে word দ্বারা কোন কাজ করা বুঝায় তাকে Verb বলে।
যেমনঃ read, run, sing, eat, see, play, walk, write, go,
sleep, say ইত্যাদি।
They play football.
উপরের Sentence টিতে play দ্বারা কাজ করা বুঝায়। তাই play শব্দটি Verb.
4. Adjective: য়ে word দ্বারা Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে Adjectiveবলে।
যেমনঃ good, bad, ill, red, one, two, much, many ইত্যাদি।
He is a rich man.
This is a blue pen.
He has much money.
উপরের Sentence গুলিতে rich শব্দটি He (Pronoun) টি এর অবস্থা প্রকাশ করে;
blue pen (Noun) কলমটি কেমন তা প্রকাশ করে।
much কি পরিমাণ টাকা আছে তা নির্দেশ করে।
তাই rich, blue, much adjective.
5. Adverb: যে word দ্বারা Noun বা Pronoun-ব্যতীত Verb, Adjective অথবা অন্য Adverb এমন কি কোন Sentence অথবা যে কোন Part of speech নির্দেশ করে তাকে Adverb বলে।
যেমন: quickly, slowly, carefully, early, swiftly, swiftly, very, soon, fast, always.
He walks slowly.
You are very sad.
উপরের ১ম Sentence-এ slowly শব্দটি সে কেমন করে হাঁটে তার নির্দেশ করে। তাই slowly এখানে Adverb.
দ্বিতীয় Sentence-এ very শব্দটি তুমি কি পরিমাণ sad তা নির্দেশ করে।
অর্থাৎ very এখানে sad এই adjective- কে modify করে। তাই very-এ Sentence- এ Adverb.
6. Preposition: যে Word কোন Noun বা Pronoun-এর পূর্বে বসে সে word দ্বারা Noun বা Pronoun- এর সঙ্গে Sentence-এর অন্তগর্ত অপর কোন word-এর সম্বন্ধ প্রকাশ করে তাকে Preposition (pre-পূর্বে position- অবস্থান) বলে।
যেমনঃ at, in, with, by, for, to, of, off, from, with, against, up, upon, on, in, into, behind, after, under.
The book is on the table.
উপরের Sentence-এ on শব্দটি book ও table-এ Noun দুটির সাথে সম্পর্ক স্থাপন করে।
উলেখ্য এখানে “on” শব্দটি বাদ দিলে Sentence-টির কোন অর্থ হয় না।
7. Conjunction: যে word দুই বা ততােধিক word বা Sentence- কে যুক্ত করে তাকে Conjunction বলে।
যেমনঃ And, but, or, yet, if, though, since, less, unless, until, because ইত্যাদি।
Jamal and Kamal will come today.
এ Sentence-এ “and” শব্দটি Jamal ও Kamal-কে যুক্ত করে।
উলেখ and শব্দটি বাদ দিলে Jamal ও Kamal-এর মধ্যে কোন সংযােগ থাকে না। তাই “and Conjunction.
8. Interjection: যে word আনন্দ, দুঃখ, বিস্ময়, বেদনা, ভয়, ঘৃণা, ইত্যাদি মনের আবেগ বা অনুভূতি আকস্মিকভাবে প্রকাশ করে তাকে Interjection বলে।
যেমন: oh! A! Alas! Hurrah! Bravo! Hush! ইত্যাদি।
Alas! I am undone.
এখানে Alas দ্বারা দুঃখের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করেছে। তাই Alas Interjection.
Exercise
1. নিচের শব্দগুলি কোন Parts of Speech তা নির্ণয় করঃ
(a) play (b) upon (c) Asad (d) Honesty (e) behind (f) bravo (g) alas! (h) nicely (i) sing (j) they (k) gold (1) sell (m) from (n) but (o) quietly
Answer Keys:
(a) verb (b) preposition (c) noun (d) Noun (e) preposition (f) Interjection (g) Interjection (h) Adverb (i) Verb (j) Pronoun (k) Noun (1) verb (m) Preposition (n) Conjunction (0) Adverb
Part of speech somporke full dharona pailam