কবর কাহারো জন্য আলাদা হয় না
ট্রেনে উঠলে VIP কেবিন দেখি,
প্লেনে উঠলে VIP দের জন্য আলাদা সিট দেখি,
কিন্তু আজ পর্যন্ত VIP দের জন্য আলাদা কোনো কবর দেখিনি।
পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয়। পরকালের আবাস পরহেযগারদের জন্যে শ্রেষ্টতর। (সূরা আল আনআম- ৩২)
কবর জিয়ারতের উদ্দেশ্য
হচ্ছে মাত্র ২টি
১। নিজের লাভ (মানে মৃত্যুর কথা স্মরন হয় ও দুনিয়ার মােই দূর হয়)
২। মৃত্যু ব্যাক্তির লাভ (মানে আপনার দোয়া দ্বারা সে উপকৃত হয়)
আর মৃত্যু ব্যাক্তির কাছে কিছু চাওয়া হল বড় শিরক।
ও তাদের ওসিলা করে দুয়া করা হল বেদাত ।
(১) সর্বশেষ একটি কথা
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলো
দেখবে পাশে কেউ নাহী যাকে তুমি আপন ভাবাে সে হবে পর,
আপন হবে নামাজ, রােজা,অন্ধাকার কবর।