best artical/ বাংলাদেশের ইতিহাস/news
বাংলাদেশের ইতিহাস ::::
১. কোন ম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন। [জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সরকার ও রাজনীতি বিভাগ) : ০৯-১০]
ক. আকবর খ.শাহবাজ খান
গ .মুর্শিদকুলি খান ঘ.জাহাঙ্গীর
উত্তরঃ ঘ
2.ইংরেজরা বাংলাদেশে আগমন করে- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঘ ইউনিট) : ১৪- ১৫]
ক. ১৫৯৯ খ.১৭৫৭
গ. ১৪৭৫ ঘ.১৬০০
উত্তরঃ খ
ইংরেজ বণিকগণ সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন-খাদ্য (অধিদপ্তরের পরিদর্শক : ৯৬)
ক. আকবরের আমলে খ. জাহাঙ্গীরের আমলে
গ.শাহজাহানের আমলে ঘ.আলমগীরের আমলে
উত্তর: গ
৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকেন্দ্র ছিল
(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ইতিহাস) : ১২-১৩]
ক. কলকাতা খ. দিল্লি
গ.পাঞ্জাব ঘ. ঢাকা
উত্তরঃ ক
৪. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাের উপ-সহকারী পরিচালক : ০১)।
ক. ক্লাইভ খ.ডালহৌসি
গ. ওয়েলেসলি ঘ. জব চার্নক।
উত্তর: ঘ
৫.কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (খ ইউনিট) : ০৯১০)
ক. ইংল্যান্ড খ.ফ্রান্স
গ . হল্যান্ড ঘ. ডেনমার্ক ও ইতালি
উত্তরঃ ক
৬। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয় (ইতিহাস বিভাগ) : ০৮-০৯]।
ক. ঢাকা খ.মুর্শিদাবাদ
গ. কলকাতা ঘ. আগ্রা
উত্তরঃ গ
৭. চন্দনগর (পশ্চিমবঙ্গ) একসময়- এর উপনিবেশ ছিল? [ঢাকা বিশ্ববিদ্যালয় (ঘ ইউনিট): ০০-০১)।
ক. হল্যান্ড খ. ইংল্যান্ড
গ. পর্তুগাল ঘ. ফ্রান্স
উত্তরঃ খ
Nice post vaiya
Onek kicui janlam ai Khan thake
R o post koren vai